নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যাত্রাবাড়ী থানা বিএনপির সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম-আহ্বায়ক নবী উল্লাহ নবীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করবেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, বিএনপি নেতা মোহাম্মদ নবী উল্লাহ নবীসহ পাঁচজন গ্রেপ্তার এবং সমসাময়িক অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মিডিয়া ব্রিফিং করা হবে।