হোম > সারা দেশ > রাজবাড়ী

প্রতারণার টাকা তুলতে গিয়ে ধরা ২ বিকাশ প্রতারক

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণার টাকা তুলতে গিয়ে ধরা পড়েছেন প্রতারক চক্রের দুই সদস্য। পরে তাঁদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। আজ সোমবার গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 
 
গতকাল রোববার সন্ধ্যায় বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটের সামনে শাকিল টেলিকম থেকে টাকা উত্তোলন করতে গেলে তাঁদের আটক করে স্থানীয়রা। এ ঘটনায় বিকাশ এজেন্ট মো. আলী হোসেন ওই দিন রাতেই বাদী হয়ে প্রতারণার মামলা করেন। 
 
গ্রেপ্তারকৃতরা হলেন—ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন গ্রামের মৃত আলাল খানের ছেলে সবুজ হোসেন (১৮) ও একই গ্রামের ক্ষিতীশ মণ্ডলের ছেলে তন্ময় মণ্ডল (১৯)। 
 
মামলার বাদী আলী হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৩১ মার্চ দুপুরে আসামি সবুজ হোসেন প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৭০ হাজার টাকা আমার কাছ থেকে তুলে নেয়। পরে একজন ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ আমার দোকানে এসে টাকা তোলার বিষয়ে জানতে চায়। আমি সেই সময়ে সবুজের ব্যাপারে কোনো তথ্য দিতে না পারায় আমাকেই ভুক্তভোগীর টাকা ফেরত দিতে হয়।’ 
 
তিনি আরও বলেন, ‘পরে গতকাল রোববার সন্ধ্যায় সবুজ আবারও প্রতারণার টাকা তুলতে এলে আমি বিষয়টি স্থানীয়দের জানাই। পরে তাঁদের সঙ্গে নিয়ে আগের টাকা তোলার বিষয়ে জিজ্ঞাসা করি। তখন সবুজ কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন তাঁকে ও তাঁর সহযোগীকে আটক করে।’ 
 
এ বিষয়ে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তাদের ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হবে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭