Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

শনির আখড়ায় দুই পুলিশ হত্যায় ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শনির আখড়ায় দুই পুলিশ হত্যায় ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৬

কোটা সংস্কার আন্দোলনে পুলিশকে মনোবলহীন করতে বিএনপি-জামায়াত তাদের টার্গেট করে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। 

তাঁর দাবি, বিএনপি-জামায়াত বারবার সরকারকে অবৈধভাবে ক্ষমতাচ্যুত করে দেশকে অকার্যকর করার চেষ্টা করে। কিন্তু প্রতিবারই ব্যর্থ হয় পুলিশের কারণে। তাই কোটা সংস্কার আন্দোলনের আড়ালে তাঁরা এবার পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে। পুলিশ সদস্যদের শুধু পিটিয়ে হত্যাই নয়, বাসাবাড়িতে গিয়ে তল্লাশি চালিয়ে তাঁদের খোঁজা হয়েছে। এখন পুলিশও বাসাবাড়িতে জামায়াত-শিবির-বিএনপি চক্রকে খুঁজছে। যেখানেই পাবে গ্রেপ্তার করে নিয়ে আসবে। 

গতকাল বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

পুলিশের এই কর্মকর্তার দাবি, শনির আখড়া এলাকায় দুই পুলিশ সদস্য হত্যার ঘটনায় মাস্টারমাইন্ড ছিলেন ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা। ডিবি পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাসুদসহ তাঁর আরও পাঁচ সহকারীকে গ্রেপ্তার করে। অন্যরা হলেন ইরফান, আবু বক্কর, রবিউল ইসলাম, সৌরভ মিয়া ও তারেক। 

মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, তাঁরা জানতে পেরেছেন, গ্রেপ্তার থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানার নেতৃত্বে ইরফান, আবু বক্কর, রবিউল ইসলাম, সৌরভ মিয়া ও তারেকসহ ২৫ থেকে ৩০ জনের একটি দল ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করার জন্য যাত্রাবাড়ীর রায়েরবাগে অবস্থান করে। এ ছাড়া মাসুদ রানার উপস্থিতি এবং সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় ইরফান ও বক্কর আরও কয়েকটি দল নিয়ে এসে তাঁর সঙ্গে যোগ দেন। মাসুদ রানার নেতৃত্বে তাঁরা রায়েরবাগ-শনির আখড়া এলাকায় অগ্নিসংযোগ এবং মসজিদের মাইকে গুজব ছড়ানো, থানা আক্রমণ এবং পুলিশ হত্যায় সক্রিয় অংশগ্রহণ করেন।

গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন, পুড়ে গেছে শতাধিক বাড়ি

নেতৃত্বের শূন্যতায় নগর জীবনে দুর্ভোগ চরমে

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু