শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে জাহিদ ও তমা নামের এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর উত্তরখানের মধ্যপাড়া থেকে আজ সোমবার রাত ৯টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বাড়ি সিলেটে। জাহিদ একটি ইউনানি কোম্পানির ডিস্ট্রিবিউটর হিসাবে কাজ করেন।
ভুক্তভোগী শিশু অভিযোগ করে জানায়, সে এক বছর ওই দম্পতির বাসায় কাজ করে। তাকে মাসিক ৫শ টাকা করে দেওয়া হতো। কিন্তু কোনো কাজ না পারলেই লাঠি দিয়ে মারধর করত ওই দম্পতি। তাঁর অভিযোগ, এর আগে ওই দম্পতি কয়েকবার তাকে গলা টিপে মেরে ফেলার চেষ্টাও করেছে।
এ বিষয়ে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মজিদ আজকের পত্রিকাকে বলেন, ‘শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে জাহিদ ও তমা নামের এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করবে।’