হোম > সারা দেশ > ঢাকা

ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ দিয়ে এই জনগণকে ঠেকাতে পারবেন না: নুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চলমান আন্দোলন ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ দিয়ে ঠেকানো যাবে না বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। 

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে হরতালের সমর্থনে রাজধানীর রামপুরা ব্রিজ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে দলটি। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি। 

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘সারা দেশে আতঙ্ক সৃষ্টি করার জন্য ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা শো-ডাউন দিচ্ছে, আমরা এই পরিবেশের মাঝেও জীবন বাজি রেখে রাজপথে নেমেছি, শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না।’ 

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে নুর বলেন, ‘আপনি যদি শান্তি চান, তাহলে অনতিবিলম্বে পদত্যাগ করুন। ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ দিয়ে এই জনগণকে ঠেকাতে পারবেন না।’ 

দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে নুর বলেন, ‘জনগণকে আহ্বান জানাব, আপনারা ফ্যাসিবাদী সরকারের পতনের জন্য শান্তিপূর্ণভাবে, স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করুন। মনে রাখবেন, আমাদের এ লড়াই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার লড়াই।’ 

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, ‘জনগণ শান্তিপূর্ণভাবে হরতাল সফল করছে। আজকে বাস-ট্রাকসহ পাবলিক যানবাহন চালানো বন্ধ রেখেছে শ্রমিক সমাজ। আমরাও শান্তিপূর্ণ হরতালের সমর্থনে রাজপথ আছি। অনতিবিলম্বে সরকারকে পদত্যাগ করে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং গ্রেপ্তারকৃত সকল রাজনীতিকের মুক্তি দিতে হবে।’ 

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন—গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, হানিফ খান সজিব, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, আব্দুজ জাহের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান, রবিউল ইসলাম, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব প্রমুখ।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়