Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

গজারিয়ায় চিকিৎসকের কাছে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল নানি–নাতির 

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি 

গজারিয়ায় চিকিৎসকের কাছে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল নানি–নাতির 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে যাত্রীবাহী বাসের ধাক্কায় নানি ও নাতি নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল ৪টার দিকে বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের মৃত শাহজাহান মিয়ার স্ত্রী জোহরা বেগম (৫৬) ও তাঁর সাত মাস বয়সী নাতি আব্দুল্লাহ। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, আজ শনিবার জোহরা বেগম তাঁর মেয়ে সুফিয়া আক্তার ও তার ছেলে আব্দুল্লাহসহ চিকিৎসককে দেখানোর জন্য নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় নিয়ে যাচ্ছিলেন। বিকেল ৪টার দিকে তাঁরা বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকা দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় কুমিল্লা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নানি জোহরা বেগম ও নাতি আব্দুল্লাহর মৃত্যু হয়। 

তবে মেয়ে সুফিয়া আক্তার তাদের থেকে কিছুটা দূরে থাকায় তিনি বেঁচে যান। তাদের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকও প্রাথমিক পর্যবেক্ষণ শেষে তাদের মৃত ঘোষণা করেন। 

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, লাশ গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। বাসটি আটক করা হয়েছে, তবে চালক ও চালকের সহকারী কৌশলে পালিয়ে গেছেন।

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও করে টাকা দাবি

সিরাজদিখানে মিশুকচালকের লাশ উদ্ধার, গায়ে আঘাতের চিহ্ন

গুলশানে মধ্যরাতে বাড়িতে অনুপ্রবেশ ও তছনছের ঘটনায় তিনজনকে থানায় জিজ্ঞাসাবাদ

সাবেক বিচারপতি মানিক দুই দিনের রিমান্ডে, আনিসুল-শাজাহানসহ নতুন মামলায় গ্রেপ্তার ৭

‘মব’ তৈরি করে দুই ইরানি পর্যটককে মারধরের ঘটনায় গ্রেপ্তার ২

পুলিশ কর্মকর্তা মামুন হত্যা মামলায় আরাভ খানসহ ৮ জনের রায় আজ

ফরিদপুরে শর্টসার্কিট থেকে ঘরে আগুন, দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

উত্তরখানে এটিএম বুথের লকার ভাঙার চেষ্টার অভিযোগে আটক ১

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ