হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে সড়ক বিভাজকের ওপর পড়ে ছিল নবজাতকের লাশ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে সড়ক ডিভাইডারের ওপর পড়ে থাকা এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কের ডিভাইডার থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই এলাকায় ফরিদপুর মেডিকেল হাসপাতালসহ একাধিক প্রাইভেট ক্লিনিক রয়েছে। 

স্থানীয় হার্ডওয়ার মেকানিক শওকত হোসেন বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে আমরা রাস্তার ওপর লাশটি পড়ে থাকতে দেখি। কে বা কারা রেখে গেছে দেখতে পাইনি। লাশটির মুখে ও মাথায় রক্ত মাখা ছিল। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ পুলিশকে খবর দিলে বিকেল তিনটায় পুলিশ আসে। 

এ ঘটনায় প্রত্যক্ষদর্শী আরও কয়েকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এ ধরনের ঘটনা খুব দুঃখজনক এবং মর্মান্তিক। আমরা প্রকৃত অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’ 

এ বিষয়ে ঘটনাস্থলে আসা কোতয়ালী থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘কন্ট্রোল পুলিশ লাইনের মাধ্যমে খবর পাই ফরিদপুর মেডিকেল কলেজের সামনে এক নবজাতকের লাশ পড়ে আছে। সড়ক ডিভাইডারের ওপর কাপড়ে মোড়ানো অবস্থায় লাশটি উদ্ধার করি এবং সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। ধারণা করা হচ্ছে শিশুর বয়স এক থেকে দুদিন হবে। পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান আছে।’

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি