নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে নৌপথ অবরোধ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। আজ সোমবার ফতুল্লা থানা ছাত্রদলের নেতা-কর্মীরা ট্রলারে করে এ অবরোধ কর্মসূচি পালন করেন।
এক ভিডিওতে দেখা যায়, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলনের নেতৃত্বে ছাত্রদলের নেতা-কর্মীরা ট্রলারে দাঁড়িয়ে স্লোগান দেন।
কর্মসূচি পালন করার বিষয়টি নিশ্চিত করেছেন মেহেদী হাসান দোলন নিজেই। তিনি বলেন, ‘দুপুরে অবরোধ কর্মসূচি সফল করতে ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে একটি ট্রলারে ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল করি আমরা। অবরোধ সফল করতে রাজপথের পাশাপাশি নৌপথে সরব আছি আমরা।’