নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান।
তিনি আজকের পত্রিকাকে বলেন, গোলাম কিবরিয়া টিপুর বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রয়েছে। ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। রাতেই হাতিরঝিল থানায় হস্তান্তর করা হবে। গ্রেপ্তারের বিষয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘রাতে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর এলাকায় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাচাই বাছাই করে তাকে আটক করে।’