নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে পাঁচজনের প্রাণহানির ঘটনায় গ্রেপ্তার দুই লঞ্চের চার চালক ও এক ম্যানেজারকে জেলগেটে আরও দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছেন তদন্ত কর্মকর্তা। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ কে এম রকিবুল হাসান এই অনুমতি দেন।
যাদের জিজ্ঞাসাবাদ করা হবে তাঁরা হলেন—এমভি তাসরিফ-৪ লঞ্চের প্রথম শ্রেণির মাস্টার মো. মিজানুর রহমান (৪৮) ও দ্বিতীয় শ্রেণির মাস্টার মো. মনিরুজ্জামান (২৪), এমভি ফারহান-৬ লঞ্চের প্রথম শ্রেণির মাস্টার মো. আব্দুর রউফ হাওলাদার (৫৪) ও দ্বিতীয় শ্রেণির মাস্টার মো. সেলিম হাওলাদার (৫৪) এবং ম্যানেজার মো. ফারুক খান (৭৬)। তাঁরা ঢাকার কেন্দ্রীয় কারাগারে আছেন।
গতকাল সোমবার তিন দিনের রিমান্ড শেষে তাঁদের কারাগারে পাঠানো হয়। আজ মামলার তদন্ত কর্মকর্তা সদরঘাট নৌ থানার উপপরিদর্শক নকীব অয়জুল হক মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের জেলগেটে জিজ্ঞাসাবাদের আবেদন করেন। শুনানি শেষে আদালত ওই আবেদন মঞ্জুর করে দুই দিন জিজ্ঞাসাবাদে নির্দেশ দেন।
আদালতের কেরানীগঞ্জ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন।
গত ১২ এপ্রিল ঢাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফা চৌধুরী হিমেল প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ঈদুল ফিতরের দিন বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে সদরঘাটের ১১ নম্বর পল্টুনে লঞ্চে ওঠানামার দড়ি ছিঁড়ে দুর্ঘটনায় পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। তাঁরা হলেন—মো. বেলাল (২৫), তার স্ত্রী মুক্তা (২৬) ও তাদের শিশুসন্তান মাইসা (৩)। তাদের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ায়। নিহত অন্য দুজন হলেন—ঠাকুরগাঁওয়ের রবিউল ও পটুয়াখালীর রিপন হাওলাদার।
এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাতে ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক (নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা) ইসমাইল হোসাইন বাদী হয়ে মামলা করেন। মামলায় পাঁচজনকে আসামি করা হয়।
মামলার এজাহারে অবহেলাজনিত বেপরোয়া গতিতে লঞ্চ চালিয়ে মৃত্যু ঘটানোর অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।
আরও পড়ুন: