অর্থপাচারের অভিযোগে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় করা মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের জামিন প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। তাঁকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।
সাহেদের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এই রুল জারি করেন। একই সঙ্গে ১৮০ দিনেও তদন্ত শেষ না করার বিষয়ে ব্যাখ্যা দিতে এই মামলার তদন্ত কর্মকর্তাকে তলব করেছেন আদালত। আগামী ১৮ জানুয়ারি আদালতে হাজির হয়ে তাঁকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
গত বছরের ২৫ আগস্ট সাহেদ ও পারভেজের বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় অর্থপাচারের অভিযোগে মামলা করেন সিআইডির পরিদর্শক ইব্রাহীম হোসেন। ওই মামলায় নিম্ন আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করেন সাহেদ।