হোম > সারা দেশ > ঢাকা

জরিমানা ছাড়া যানবাহনের ফিটনেস নবায়নের সময়সীমা শেষ হচ্ছে জুনে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: জরিমানা ছাড়া যানবাহনের ফিটনেস, রুট পারমিট, ট্যাক্স টোকেন এবং ড্রাইভিং লাইসেন্স নবায়নের বর্ধিত সময়সীমা শেষ হচ্ছে আগামী ৩০ জুন। আজ বুধবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জরিমানা মওকুফ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩০ জুন পর্যন্ত মোটরযান নবায়নের সময়সীমা বাড়ানো হয়েছে। তাই এই সময়ের মধ্যে গাড়ির কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্সের জরিমানা ব্যতীত মূল কর/ফি জমা দিয়ে গাড়ির কাগজপত্র হালনাগাদ করার জন্য সুযোগ প্রদান করা হলো।

বিআরটিএ কর্তৃপক্ষ বলছে, জরিমানা মওকুফের সুযোগ গ্রহণ করে, মোটরযান মালিক ও ড্রাইভিং লাইসেন্সধারীদের কাগজপত্র হালনাগাদ করার জন্য অনুরোধ করা হলো। একই সঙ্গে ভবিষ্যতে খেলাপি মোটরযান মালিকদের আর কোনো সুযোগ দেওয়া হবে না।

এর আগে গাড়ির কাগজপত্র হালনাগাদের সময়সীমা গত বছরের ৩০ জুন থেকে বাড়িয়ে গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছিল। কিন্তু বর্ধিত সময় শেষ হয়ে যাওয়ার ফলে আবারও এই বছরের ৩০ জুন পর্যন্ত গাড়ির কাগজপত্র হালনাগাদের সময়সীমা বাড়ানো হয়েছে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য