হোম > সারা দেশ > ঢাকা

‘ভোট দেওয়ার চেয়ে ঘুমানোই ভালো ছিল’ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভোরের আলো সবে ফুটেছে। ঢিমেতালে কাজ বুঝিয়ে দিচ্ছেন প্রিসাইডিং অফিসাররা। কারণ কোনো তাড়া নেই। ভোটারদের অপেক্ষায় গল্প-গুজব করছেন পোলিং অফিসারসহ অন্যরা। সকাল ৮টার দিকেও কোনো লাইন তৈরি হয়নি ঢাকা-৯ আসনের ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউটের চারটি কেন্দ্রে। ফাঁকা মাঠ। একজন-দুজন একটু পরে ভোটকেন্দ্রে ঢুকছেন। মধ্যবয়স্ক একজন ভোট দিয়ে বের হয়ে বললেন, ‘ভোট দেওয়ার চেয়ে ঘুমানোই ভালো ছিল।’ তবে তিনি নাম প্রকাশ করতে রাজি হননি। 

এদিকে বেলা বাড়লেও সকালের পরিস্থিতি থেকে ভোটার আসার পরিস্থিতির কোনো পরিবর্তন নেই। হঠাৎ দেখা গেল একটি ইজিবাইক ঘিরে বেশ জটলা। তাতে লাগানো নৌকার প্রার্থী সাবের হোসেন চৌধুরীর পোস্টার। একজন জিজ্ঞেস করলেন, ‘এই এইডা কি ভোটারের গাড়ি? বাসায় যামু। ভোট দেওন শ্যাষ। দেখা গেল এমনই বেশ কয়েকটি ইজিবাইক ভোটার আনা-নেওয়া করছে।’ 

প্রিসাইডিং অফিসার তারিক মাহমুদ বলেন, ঢাকায় লোকজন বেশ বেলা পর্যন্ত ঘুমায়। তাই ১২টা নাগাদ বোঝা যাবে ভোটারদের অবস্থা কী। 

সকাল ১০টা পর্যন্ত চারটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসারদের দেওয়া তথ্য অনুযায়ী, ৬৩ নম্বর কেন্দ্রের মোট ভোটার ১ হাজার ৯৩৫ (পুরুষ) ভোট দিয়েছেন ৮৫ জন, ৬৪ নম্বর কেন্দ্রের মোট ভোটার ২ হাজার ৩৫২ (পুরুষ) ভোট দিয়েছেন ৯৫ জন, ৬৫ নম্বর কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৯৩৬ জন (মহিলা) ভোট দিয়েছেন ৩৬ জন, ৬৬ নম্বর কেন্দ্রে ২ হাজার ২০৫ (মহিলা), ভোট দিয়েছেন ৩৯ জন। 

ঢাকা-৯ আসনে মোট ৯ জন প্রার্থী লড়াই করছেন। এই আসনে কোনো স্বতন্ত্র প্রার্থী নেই। তাঁরা হলেন কাজী আবুল খায়ের (জাতীয় পার্টি) লাঙ্গল, তাহমিনা আক্তার (গণফ্রন্ট) মাছ, মোসা. রুবিনা আক্তার রুবি (তৃণমূল বিএনপি) সোনালি আঁশ, মোহাম্মদ কফিল (ন্যাশনাল পিপলস পার্টি) আম, মোহাম্মদ শফি উল্লাহ চৌধুরী (ন্যাশনালিস্ট ঐক্যফ্রন্ট) টেলিভিশন, মো. আনোয়ারুল ইসলাম (জাতীয় পার্টি) কাঁঠাল, মো. নুরুল হোসাইন (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট) ছড়ি, মো. মাহিদুল ইসলাম (বাংলাদেশ সুপ্রিম পার্টি) একতারা, সাবের হোসেন চৌধুরী (আওয়ামী লীগ) নৌকা।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন