হোম > সারা দেশ > ঢাকা

জনগণকে নিয়ে কাজ করেছেন বলে বঙ্গবন্ধু সফল হয়েছেন: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বঙ্গবন্ধু যতগুলো কাজ করেছেন, জনগণকে সঙ্গে নিয়ে করেছেন। ফলে তিনি সকল কাজে সফলতা পেয়েছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। 

আজ সোমবার বিকেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী, শহীদ বুদ্ধিজীবী এবং মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। 

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ। সম্মানিত অতিথি ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য বেনজীর আহমেদ। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি বক্তা ছিলেন শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ছেলে মো. আসিফ মুনীর চৌধুরী ও বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নুরুল হুদা। 

বাংলাদেশের পররাষ্ট্রনীতির জন্য বঙ্গবন্ধুকে শ্রেষ্ঠ কূটনীতিক হিসেবে আখ্যা দিয়ে এ কে আবদুল মোমেন বলেন, বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একইভাবে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করেন। তাই বাংলাদেশের অভাবনীয় অগ্রগতি হয়েছে। বঙ্গবন্ধু সবার জন্য আলো ছড়িয়েছেন। শেখ হাসিনাও সবার জন্য আলো ছড়িয়েছেন। সেই আলোয় আলোকিত হয়ে সোনার বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান এ কে আবদুল মোমেন।

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩