হোম > সারা দেশ > ঢাকা

গুলশানে কাচ্চি ভাইসহ তিন প্রতিষ্ঠানকে প্রায় ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অগ্নিনিরাপত্তার ব্যবস্থাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে গুলশান-২ নম্বরে কাচ্চি ভাই রেস্তোরাঁসহ তিন প্রতিষ্ঠানকে প্রায় ২ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ বুধবার দুপুরে ডিএনসিসির অঞ্চল-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকারনাইনের নেতৃত্বে গুলশান এলাকার বিভিন্ন রেস্তোরাঁ ও ভবনে অভিযান চালানোর সময় এই জরিমানা করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকারনাইন জানান, ট্রেড লাইসেন্স ছাড়া কোনো কাগজপত্র না থাকায় কাচ্চি ভাইকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে প্রতিষ্ঠান মালিককে তিন মাসের জেল দেওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে ফায়ার সার্টিফিকেট, পরিবেশের ছাড়পত্রসহ সব অনুমোদন সম্পন্ন করতে হবে। যদি কাগজপত্র না প্রস্তুত হয়, তাহলে কাচ্চি ভাই সিলগালা করা হবে। 

এ ছাড়া অগ্নিনিরাপত্তার ব্যবস্থাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে গুলশান-২ নম্বরে অবস্থিত ধানসিঁড়ি রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা ও জরুরি নির্গমন সিঁড়ির জায়গা বন্ধ করে দোকান দেওয়ার কারণে সোনারগাঁও জেনারেল স্টোর নামের একটি দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে সতর্কতামূলক ব্যানার ঝুলিয়ে দেন। 

এর আগে গতকাল মঙ্গলবার ডিএনসিসির আওতাধীন এলাকার দুটি রেস্তোরাঁয় অগ্নিনিরাপত্তার ব্যবস্থা না থাকায় সিলগালা ও আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনা, ট্রেড লাইসেন্স নবায়ন না থাকা ও অস্বাস্থ্যকর খাবার বিক্রি করায় আটটি রেস্তোরাঁয় মোট ১ লাখ ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

গত ২৯ ফেব্রুয়ারি রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ৪৬ জনের মৃত্যু হয়।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য