নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ট্রাফিক আইন অমান্য করায় ঢাকায় এক দিনে দেড় হাজারের বেশি মামলা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। এ সময় ৬১ লাখের বেশি টাকা জরিমানাও করা হয়েছে।
আজ রোববার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ডিএমপি। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ডিএমপির ট্রাফিক বিভাগ।
এ সময় বিভিন্ন যানবাহনকে ৬১ লাখ ৪০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এ এসব ঘটনায় ১ হাজার ৬৩৯ টি মামলাও করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
এ ছাড়াও অভিযানকালে ১০৮ টি গাড়ি ডাম্পিং ও ৬৬ টি গাড়ি রেকার করা হয়েছে।