শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ফসলি জমির মাটি কাটায় মো. রিপন মাঝি (৪৬) নামের এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার সামন্তসার ইউনিয়নের তারুলিয়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত।
আদালত মো. রিপন মাঝিকে (৪৬) ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন। আটক রিপন মাঝি পার্শ্ববর্তী ডামুড্যা উপজেলার কুতুবপুর এলাকার আনু মাঝির ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত বলেন, ফসলি জমি কেটে খনন করায় মো. রিপন মাঝিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে জরিমানার টাকা পরিশোধ করায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন গোসাইরহাট থানার এসআই মনিরুজ্জামান।