Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

শিবচরে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

শিবচরে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার

মাদারীপুর জেলার শিবচরে নিখোঁজের ৬ ঘণ্টা পর রাকিব খান (১৯) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে শিবচর উপজেলার জয় বাংলা ব্রিজ সংলগ্ন ময়নাকাটা নদী থেকে রাকিব খানের লাশ উদ্ধার করা হয়। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার গোলদার বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত রাকিব খান শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়ন চরশ্যামাইল গ্রামের জসিম খানের ছেলে। তিনি শিবচর উপজেলার সরকারি বরহামগঞ্জ কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১টার দিকে বাড়ি থেকে বের হয় রাকিব খান। পরে আর ফিরে আসেনি। একপর্যায়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। সন্ধ্যা ৭টার দিকে শিবচর উপজেলার জয় বাংলা ব্রিজ সংলগ্ন ময়নাকাটা নদীতে রাকিবকে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পরিবারের লোকজনকে খবর দেওয়া হলে রাকিবকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

শিবচর থানার ওসি সুব্রত কুমার গোলদার বলেন, পানিতে ভাসমান অবস্থায় ওই কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।

দাগি অপরাধী গ্রেপ্তার নেই, উদ্ধার বেশি রড-লাঠি

বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু টাকার লোভে আন্দোলনে হত্যার মামলা বাবার

আমন সংগ্রহ লক্ষ্যমাত্রার ১০ শতাংশের কম

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

ইফতার ঘিরে মিলনমেলা

আতঙ্কের নাম গ্যাস বিস্ফোরণ

ঢাবি ছাত্রীকে হেনস্তাকারীর জামিনে ক্ষুব্ধ শিক্ষার্থীরা, চাকরিতে বহাল করলে ক্লাস বর্জনের হুঁশিয়ারি

ডায়াপারের অনুমতি নিয়ে তৈরি হচ্ছিল ফিডার, ২ লাখ টাকা জরিমানা

চাঁদাবাজির অভিযোগ এনে উপজেলা যুবদলের সভাপতিকে মারধর

খাম ছাড়া নারী দিবসের চিঠি, উপজেলা মহিলা কর্মকর্তাকে হুমকি