হোম > সারা দেশ > ঢাকা

জবিতে স্বামী বিবেকানন্দ চেয়ার স্থাপনের জন্য ভারতীয় হাইকমিশনের আহ্বান

জবি সংবাদদাতা 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) স্বামী বিবেকানন্দ চেয়ার স্থাপনের জন্য ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। চেয়ার স্থাপনে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। 

আজ মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমের সঙ্গে ভারতীয় হাইকমিশন সেকেন্ড সেক্রেটারি (শিক্ষা) রাজেন্দ্র সিংহ এবং এটাচে (শিক্ষা) জয়ন্ত বকশি সৌজন্য সাক্ষাতের সময় এ আহ্বান জানান। 

এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, পরিচালক (পিআরআইপি) জনাব মো. তানভীর আহসান এবং পরিচালক (বহিরাঙ্গন) ড. মো. আব্দুল মালেকসহ অন্যান্যরা। 

এ সময় উপাচার্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা, শিক্ষক-শিক্ষার্থী, নতুন ক্যাম্পাসের উন্নয়নের অগ্রগতি এবং বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন। তিনি ভারতের বিভিন্ন প্রখ্যাত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং গবেষণা বিষয়ে সৌহার্দ্যপূর্ণ এবং যৌথ কর্মকাণ্ড পরিচালনায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে ভারত সরকারের সহযোগিতা কামনা করেন। 

অতিথিরা উপাচার্যের বিভিন্ন উদ্যোগ এবং বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ভারতীয় হাইকমিশনের মাধ্যমে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরসহ বিভিন্ন ধরনের সহযোগিতামূলক কার্যক্রমের সুযোগ সৃষ্টিতে আশ্বাস এবং এ বিষয়ে যৌথ উদ্যোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। 

পরে উপাচার্যসহ অতিথিরা পোগোজ ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণে স্বামী বিবেকানন্দ স্মৃতিফলক পরিদর্শন করেন।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য