হোম > সারা দেশ > ঢাকা

বাড্ডায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩, দেশীয় অস্ত্র জব্দ

আজকের পত্রিকা ডেস্ক­

ডাকাতির অভিযোগে গ্রেপ্তার তিনজন। ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে বাড্ডা থানা-পুলিশ। এ সময় দেশীয় অস্ত্র জব্দ করা হয়। গতকাল সোমবার রাতে পশ্চিম মেরুল বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. আব্দুল্লাহ আল মামুন ওরফে মলম মামুন (৩৫), মো. মোজাম্মেল হক (৩৫) ও মো. সাজু মিয়া ওরফে সিজার সাজু (২১)। তাঁদের কাছ থেকে দুটি চাপাতি ও একটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়।

আজ মঙ্গলবার এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

বাড্ডা থানা সূত্র জানায়, কিছুলোক পশ্চিম মেরুল বাড্ডায় দেশীয় অস্ত্রসহ ডাকাতি করার উদ্দেশে অবস্থান করছে। এমন খবর পেয়ে বাড্ডা থানার টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আব্দুল্লাহ আল মামুন, মোজাম্মেল হক ও সাজু মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সহযোগী ২-৩ জন দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মামলা করা হয়েছে।

থানা সূত্র আরও জানায়, গ্রেপ্তাররা ওই স্থানে দেশীয় অস্ত্রসহ এলাকার বিভিন্ন স্থানে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল বলে স্বীকার করে। তারা বাড্ডা এলাকার পথচারীদের কাছ থেকে বিভিন্ন মূল্যবান জিনিস ছিনতাই করত। পাশাপাশি বাসা-বাড়ি, বিভিন্ন অফিস এবং বিল্ডিংয়ের মূল্যবান নির্মাণসামগ্রীও ডাকাতি করত। গ্রেপ্তারের পর তাঁদেরকে আদালতে পাঠানো হয়েছে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য