হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে চলন্ত বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ কর্মকর্তা

ঢামেক প্রতিবেদক

রাজধানীতে চলন্ত বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন শফিকুল ইসলাম (৫২) নামে এক পুলিশ কর্মকর্তা। তিনি গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত। আজ বুধবার দুপুর পৌনে ৩টার দিকে কারওয়ান বাজার থেকে তাঁকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। 

অচেতন অবস্থায় ওই পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে নিয়ে আসেন সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘ওই পুলিশ কর্মকর্তা বাসার জন্য ফার্নিচার বোর্ড কিনতে কারওয়ান বাজারে আমার কাছে আসছিলেন। বাসা থেকে বের হওয়ার পর তাঁর সঙ্গে দু-তিনবার কথা হয়েছে। পরে দেড়টার দিকে এক মহিলা আমাকে ফোনে জানান, ওই পুলিশ কর্মকর্তা কারওয়ান বাজারে বাসে অজ্ঞান হয়ে পড়ে আছেন। পরে আমি সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।’ 

খবর পেয়ে ওই পুলিশ কর্মকর্তার স্ত্রী শামীমা বেগম ঢামেক হাসপাতালে আসেন। তিনি জানান, তাঁদের বাসা দক্ষিণ খানের আশকোনা এলাকায়। তাঁর স্বামী শফিকুল ইসলাম গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত। সকালে বাসার ফার্নিচারের জন্য বোর্ড ও কিছু কবজা কেনার জন্য কারওয়ান বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন। সে সময় বেশ কিছু টাকা নিয়ে বের হয়েছিলেন তিনি। খবর পেয়ে পরে তিনি ঢাকা মেডিকেলে আসেন।

তবে শফিকুল ইসলামের কাছে তাঁর দুটি মোবাইল ফোন পাওয়া গেলেও কোনো টাকা-পয়সা পাওয়া যায়নি বলে জানিয়েছেন তাঁকে ঢামেক হাসপাতালে নেওয়া সাইফুল ইসলাম।

বাজারে মধ্যস্বত্বভোগী কমলে ইলিশের দাম কমানো সম্ভব: মৎস্য উপদেষ্টা

জাবিতে পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল ছাত্রদল

৩৬০ টন জ্বালানি তেলবাহী জাহাজে ডাকাতি, গ্রেপ্তার ৮

বিএফআইইউয়ের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন

শিবচরে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

এস কে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার

বকেয়া বেতন ও চাকরি স্থায়ীর দাবিতে মন্ত্রণালয়ের সামনের রেলওয়ে গেটকিপারদের অবস্থান

প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী পরিচয়ে পুলিশের কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার ১

সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইউপিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর

সেকশন