হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে চলন্ত বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ কর্মকর্তা

ঢামেক প্রতিবেদক

রাজধানীতে চলন্ত বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন শফিকুল ইসলাম (৫২) নামে এক পুলিশ কর্মকর্তা। তিনি গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত। আজ বুধবার দুপুর পৌনে ৩টার দিকে কারওয়ান বাজার থেকে তাঁকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। 

অচেতন অবস্থায় ওই পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে নিয়ে আসেন সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘ওই পুলিশ কর্মকর্তা বাসার জন্য ফার্নিচার বোর্ড কিনতে কারওয়ান বাজারে আমার কাছে আসছিলেন। বাসা থেকে বের হওয়ার পর তাঁর সঙ্গে দু-তিনবার কথা হয়েছে। পরে দেড়টার দিকে এক মহিলা আমাকে ফোনে জানান, ওই পুলিশ কর্মকর্তা কারওয়ান বাজারে বাসে অজ্ঞান হয়ে পড়ে আছেন। পরে আমি সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।’ 

খবর পেয়ে ওই পুলিশ কর্মকর্তার স্ত্রী শামীমা বেগম ঢামেক হাসপাতালে আসেন। তিনি জানান, তাঁদের বাসা দক্ষিণ খানের আশকোনা এলাকায়। তাঁর স্বামী শফিকুল ইসলাম গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত। সকালে বাসার ফার্নিচারের জন্য বোর্ড ও কিছু কবজা কেনার জন্য কারওয়ান বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন। সে সময় বেশ কিছু টাকা নিয়ে বের হয়েছিলেন তিনি। খবর পেয়ে পরে তিনি ঢাকা মেডিকেলে আসেন।

তবে শফিকুল ইসলামের কাছে তাঁর দুটি মোবাইল ফোন পাওয়া গেলেও কোনো টাকা-পয়সা পাওয়া যায়নি বলে জানিয়েছেন তাঁকে ঢামেক হাসপাতালে নেওয়া সাইফুল ইসলাম।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য