হোম > সারা দেশ > ঢাকা

শাহজালালে ফের বোমা আতঙ্ক, হোয়াটসঅ্যাপে বার্তা

আজকের পত্রিকা ডেস্ক­

উড়োজাহাজটি অবতরণের পরপরই ঢাকায় হজরত শাহ জালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে নিয়োজিত নিরাপত্তা সংস্থাগুলোর সমন্বয়ে ফ্লাইটটিকে নিরাপত্তাবেষ্টনীতে নেওয়া হয়। ছবি: ডিএমপির ফেসবুক পেজ থেকে নেওয়া

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হোয়াটসঅ্যাপে বোমা হামলার হুমকি সংবলিত বার্তা দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে জরুরি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। তবে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত আছে বলে জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মাদ কামরুল ইসলাম।

এর আগে বুধবার (২২ জানুয়ারি) হোয়াটসঅ্যাপে বিমানে বোমা হামলার হুমকির বার্তা আসে। বিকেল ৪টায় পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া সংবাদ সম্মেলনে জানান, একটি পাকিস্তানি নম্বর থেকে বার্তা এসেছিল। দুটি ব্যাগ সন্দেহ করা হয়েছিল। তবে কিছুই পাওয়া যায়নি।

এর আগে বোমা হামলার হুমকি পাওয়া ইতালির রোম থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি নিরাপদে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ফের বোমা হামলার হুমকি পাওয়ার বিষয়ে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মাদ কামরুল ইসলাম বলেন, ‘বোমার তথ্য পেয়ে আমরা কাজ করছি। বিস্তারিত পরে জানানো হবে।’

তিনি বলেন, বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) একটি এসএমএসের মাধ্যমে বিমানে বোমার তথ্য জানানো হয়েছে। এ ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই সঙ্গে বিষয়টি যাচাই–বাছাই করে দেখা হচ্ছে। বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

এ বিষয়ে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)–এর নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘বোমা থাকার বিষয়টি খটকা লাগছে। তবু আমরা নিরাপত্তা জোরদার করেছি। সেই সঙ্গে পূর্ব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।’

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য