হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ছাত্রদল নেতাকে না পেয়ে এইচএসসি পরীক্ষার্থী ভাইকে আটক, মেলেনি জামিন

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতাকে না পেয়ে তাঁর ছোট ভাই এইচএসসি পরীক্ষার্থী আবু রায়হানকে (১৮) আটক করেছে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ। গত সোমবার মধ্যরাতে সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকার নিজ বাসা থেকে আটক রায়হানকে আদালতের নির্দেশে গতকাল বুধবার কারাগারে পাঠানো হয়েছে।

আটক আবু রায়হান ওই এলাকার মৃত মোখলেছুর রহমানের ছেলে। তিনি এবার ঢাকার তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। তাঁর বড় ভাই এ কে হীরা সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি।

আবু রায়হানের আরেক ভাই সাগর অভিযোগ করে বলেন, ‘আমার বড় ভাই দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। ২২ জুলাই মধ্যরাতে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে আসে। বাসায় তাঁকে না পেয়ে ছোট ভাই রায়হানকে আটক করে। আমরা তখন বলেছি, সে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না, এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে।’

সাগর আরও বলেন, ‘তখন পুলিশ বলে, প্রমাণ হিসেবে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র থানায় নিয়ে আসবেন। তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। পরদিন সকালে পরীক্ষার প্রবেশপত্র নিয়ে থানায় গেলে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। পরে ছোট ভাইয়ের বিরুদ্ধে কোনো মামলা না দিয়ে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ আদালতে পাঠিয়ে দেয়।’

সাগর বলেন, গতকাল বুধবার আবু রায়হানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আগামী ২৯ জুলাই রায়হানের পরবর্তী পরীক্ষা। এর আগে জামিন না হলে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে!
 
এ বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নাশকতার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে। নিরীহ কোনো ব্যক্তিকে হয়রানি করার সুযোগ নেই।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য