হোম > সারা দেশ > ঢাকা

ডেঙ্গুর ভয়াবহতায় উদ্বেগ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বাংলাদেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু সংক্রমণ অস্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে। দেশের জনস্বাস্থ্যের অন্যতম প্রধান উদ্বেগ এখন ডেঙ্গু। এটি মহামারি হওয়ার আশঙ্কাও রয়েছে, যা থেকে উচ্চ সংক্রমণ ও অস্বাভাবিক মৃত্যু ঘটতে পারে। এসব পর্যবেক্ষণ ও উদ্বেগের কথা তুলে ধরে জাতীয় পর্যায়ে ডেঙ্গুর ঝুঁকিকে ‘উচ্চ’ হিসাবে মূল্যায়ন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ আগস্ট পর্যন্ত দেশের ডেঙ্গু পরিস্থিতি বিশ্লেষণ করে ডব্লিউএইচও এসব কথা বলেছে। গত শুক্রবার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃত্যুহার শূন্য দশমিক ৪৭ শতাংশ। এর মধ্যে আক্রান্তের ৬৩ শতাংশ এবং মৃত্যুর ৬২ শতাংশ ঘটেছে গত জুলাই মাসেই। এরপরও বলা যাচ্ছে না সংক্রমণ সর্বোচ্চ চূড়ায় কবে উঠবে।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. নাজমুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সারা দেশে জরিপের মাধ্যমে ডেঙ্গুর ভয়াবহতা যাচাই করা জরুরি হয়ে পড়েছে। হাসপাতালে ভর্তি রোগীর তুলনায় পাঁচ গুণ বেশি রোগী রয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে যেসব দেশ সফল হয়েছে, তাদের অনুসরণ করতে কার্যক্রম শুরু হয়েছে।

ডব্লিউএইচও তাদের প্রতিবেদনে বলেছে, গত পাঁচ বছরে একই সময়ের তুলনায় চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অনেক বেশি। এ বছর মে মাস থেকে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে শুরু করে এবং এখনো তা অব্যাহত রয়েছে। সংক্রমণ সর্বোচ্চ চূড়ায় কবে উঠবে, সেটি অনিশ্চিত। তবে ২০০০ সালের পর এ বছরই বাংলাদেশে ডেঙ্গু সংক্রমণের হার সর্বোচ্চ। দেশের ৬৪টি জেলাতেই সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

বিশ্ব সংস্থাটি আরও বলেছে, বাংলাদেশের মানুষের বাসস্থানের সঙ্গে মশার প্রজননস্থলের নিবিড় ঘনিষ্ঠতা রয়েছে, যা ডেঙ্গু ভাইরাস সংক্রমণের একটি উল্লেখযোগ্য ঝুঁকির কারণ। এডিস প্রজাতির মশা ডেঙ্গু ভাইরাস সংক্রমিত ব্যক্তিদের কামড়ানোর পরে ভাইরাসে সংক্রমিত হয়। তারপর আশপাশের মানুষের মধ্যে ভাইরাস ছড়াতে পারে। এই চক্রটি, মশাকে বাড়িতে এবং আশপাশে ডেঙ্গু ভাইরাস ছড়াতে সক্ষম করে, সেটি ক্লাস্টারে পরিণত হয়।

ডেঙ্গু নিয়ন্ত্রণ ও প্রতিরোধ নির্ভর করে বাহকের নিয়ন্ত্রণের ওপর—এ কথা জানিয়ে ডব্লিউএইচও বলেছে, বাহক নিয়ন্ত্রণের ক্ষেত্রে এমন সব এলাকা গুরুত্ব দেওয়া উচিত যেখানে মানুষ ও বাহকের একত্র হওয়ার ঝুঁকি রয়েছে, যেমন বাসস্থান, কর্মক্ষেত্র, স্কুল ও হাসপাতাল।

এক দিনে আরও ১৪ মৃত্যু এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৪৩২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম এ তথ্য দিয়েছে। সেখানে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮২ হাজার ৫০৬ জন। এর মধ্য ঢাকায় ৪১ হাজার ৭০৪ এবং ঢাকার বাইরে ৪০ হাজার ৪০ হাজার ৮০২ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মৃত্যু হয়েছে ৩৮৭ জনের।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য