রাজধানীর আগারগাঁওয়ে মেট্রোরেল স্টেশনের পাশে একটি ট্রাকে আগুন লেগেছে। ট্রাকটি একটি মোটরসাইকেলকে চাপা দিলে, মোটরসাইকেলটি ট্রাকের নিচেই আটকে যায় এবং কিছু দূর যাওয়ার পর মোটরসাইকেল বিস্ফোরণ থেকে এ অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আজ শনিবার রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী র্যাব-২ এর সার্জেন্ট কামরুল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ট্রাকটি শিশুমেলার সামনে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। একপর্যায়ে সেটি ট্রাকের নিচে আটকে যায়। মূলত ট্রাকচালক পালানোর দ্রুত যেতে থাকলে, আগারগাঁওয়ে মেট্রোরেল স্টেশনের কাছে এসে মোটরসাইকেলটিতে বিস্ফোরণ ঘটে এবং ট্রাকেও আগুন লাগে।
প্রত্যক্ষদর্শীরা বলছে, মোটরসাইকেল চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তার পায়ে গুরুতর ক্ষত হয়েছে। ট্রাকচালক ও তার সহযোগী পালিয়ে গেছে।