হোম > সারা দেশ > ঢাকা

বনশ্রীতে তেলের লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

রাজধানীর রামপুরার বনশ্রীতে ফরাজী হাসপাতালের সামনে তেলের লরির ধাক্কায় আবু নাসের (৩৮) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৭টার দিকে বনশ্রী ফরাজী হাসপাতালের সামনে দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক পৌনে ৯টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, মৃত নাসের নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার ভুঁইয়াপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি খিলগাঁও মেরাদিয়ায় লাল মিয়ার গলিতে ভাড়া থাকতেন এবং গুলশানে চিটাগাং বুল হোটেলের ম্যানেজার ছিলেন। 

রামপুরা থানার এসআই মো. শাহরিয়ার হোসেন জানান, মৃত নাসের গুলশানে চিটাগাং বুল হোটেলে ম্যানেজার পদে চাকরি করতেন। থাকতেন মেরাদিয়া এলাকায়। আজ সকালে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। বনশ্রী ফরাজী হাসপাতালের সামনে এলে বিপরীত দিক দিয়ে আসা একটি তেলের লরির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে পড়ে যান আবু নাসের। পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান তিনি। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। 

এসআই আরও জানান, এ ঘটনায় তেলের লরিটি জব্দ এবং চালক ও সহকারীকে আটক করা হয়েছে।

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল