কিশোরগঞ্জ প্রতিনিধি
ঈদের জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ। ঈদের জামাতে অংশগ্রহণের জন্য মুসল্লিদের জন্য ‘শোলাকিয়া এক্সপ্রেস’ নামে দুটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটি সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (১৯ এপ্রিল) দুপুরে শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে সব জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা জানান পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।
পুলিশ সুপার জানান, প্রতিবছরের মতো এবারও কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ নিয়ে ঐতিহ্যবাহী ময়দানটিতে ১৯৬তম জামাত অনুষ্ঠিত হবে। ঈদুল ফিতরের জামাত শুরু হবে সকাল ১০টায়। এতে ইমামতি করবেন বাংলাদেশে ইসলাহুল মুসলিহিন পরিষদের চেয়ারম্যান ও ফাউন্ডেশনের সাবেক পরিচালক মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। তাঁর বিকল্প হিসেবে থাকবেন বড় বাজার মসজিদের ইমাম হাফেজ মাওলানা শোয়াইব আব্দুর রউফ। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।
জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, শোলাকিয়ায় ঈদের জামাতে অংশগ্রহণের সুবিধার্থে ভৈরব-কিশোরগঞ্জ-ভৈরব ও ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ লাইনে ‘শোলাকিয়া এক্সপ্রেস’ নামে দুটি স্পেশাল ট্রেন চলাচল করবে। শোলাকিয়া এক্সপ্রেস-১ ভৈরব থেকে ছাড়বে সকাল ৬টায় কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮টায়, আবার কিশোরগঞ্জ থেকে ছেড়ে যাবে দুপুর ১২টায় ভৈরব পৌঁছাবে বেলা ২টায়। শোলাকিয়া এক্সপ্রেস-২ ময়মনসিংহ থেকে ছাড়বে সকাল পৌনে ৬টায়, কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল সাড়ে ৮টায়, আবার কিশোরগঞ্জ থেকে ছেড়ে যাবে দুপুর ১২টায় এবং ময়মনসিংহে পৌঁছাবে বেলা ৩টায়।
মাঠের নিরাপত্তা নিয়ে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, শোলাকিয়া ঈদগাহে জঙ্গি হামলার সতর্কতা হিসেবে অতিরিক্ত নিরাপত্তার জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও বাড়তি পুলিশ মোতায়েন করা হবে। পুলিশ ও র্যাবের পাশাপাশি পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েনসহ কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। তা ছাড়া মাঠে আর্চওয়ে, ওয়াচ টাওয়ার স্থাপন এবং সিসি ক্যামেরা দ্বারা পুরো মাঠ মনিটরিং করা হবে।
পুলিশ সুপার আরও জানান, এ কাজে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকে পুলিশ মোতায়েন থাকবে। সার্বক্ষণিক সিসি ক্যামেরা ও ড্রোন ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। বোম্ব ডিসপোজাল টিম, পুলিশের কুইক রেসপন্স টিম, হ্যান্ড মেটাল ডিটেক্টর ইউনিটসহ পুলিশের অন্য টিম কাজ করে যাবে। নিরাপত্তা বলয় ভেদ করে ঈদগাহ মাঠে প্রবেশ করতে হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, ‘জায়নামাজ ছাড়া কোনোভাবেই মোবাইল ফোন, ছাতা, দাহ্য পদার্থ ও গ্যাসলাইট নিয়ে মাঠে প্রবেশ করা যাবে না। নিরাপত্তার স্বার্থে র্যাব, পুলিশ ও বিজিবি মোতায়েন থাকবে। এ ছাড়া ছয়টি অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সার্বক্ষণিক মোতায়েন থাকবে। নিরাপত্তার স্বার্থে সকাল থেকে শহরে কোনো যানবাহন চলাচল করবে না। পাঁচটি গেট দিয়ে মুসল্লিরা মাঠে প্রবেশ করবেন। কেউ অসুস্থ হয়ে গেলে চিকিৎসার জন্য আমাদের দুটি মেডিকেল টিম থাকবে; যারা আগত মুসল্লিদের তাৎক্ষণিক চিকিৎসাসেবা দেবে। এ ছাড়া সুপেয় পানির ব্যবস্থা থাকবে।’