Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

গৃহকর্মীরা সংগঠিত হয়ে শক্তি অর্জন করতে পারে, সম্মেলনে অভিমত

অনলাইন ডেস্ক

গৃহকর্মীরা সংগঠিত হয়ে শক্তি অর্জন করতে পারে, সম্মেলনে অভিমত
কর্মজীবী নারী ও জাতীয় গৃহকর্মী ফোরাম বাংলাদেশের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

বাংলাদেশে গৃহকর্ম এখনো পেশার স্বীকৃতি পায়নি। গৃহকর্মীরা শ্রমিক হিসেবে শ্রম আইনেও অন্তর্ভুক্ত নয়। এ কারণে তারা শ্রমিকের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত এবং কর্মক্ষেত্রে যৌন হয়রানিসহ নানা ধরনের নির্যাতনের শিকার হয়। তবে গৃহকর্মীরা সংগঠিত হয়ে শক্তি অর্জন করতে পারে।

আজ রোববার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মজীবী নারী ও জাতীয় গৃহকর্মী ফোরাম বাংলাদেশের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করেছে আন্তর্জাতিক সাহায্য সংস্থা অক্সফাম ও কানাডা সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ। তিনি বলেন, ‘গৃহকর্মীরা প্রমাণ করেছে, তারা এখন ঘর থেকে বের হয়ে সংগঠিত হতে পারে এবং শক্তি অর্জন করতে পারে। গৃহকর্মীর হাত শুধু সেবা করে না, মুষ্টিবদ্ধ হয়ে দাবিও জানাতে পারে। তাদের এমনভাবে দাবি জানাতে হবে, যাতে সরকার নিজ উদ্যোগে আলোচনায় বসতে বাধ্য হয়।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—অক্সফাম বাংলাদেশ শাখার পরিকল্পনা পরিচালক মাহমুদা সুলতানা, গৃহকর্মী জাতীয় ফোরামের সভাপতি জাকিয়া সুলতানা, কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের লেবার ইন্সপেক্টর ইফ্ফাত আরা, শ্রমিক নেতা আবুল হোসেন প্রমুখ।

আয়োজনের অংশ হিসেবে শহীদ মিনার চত্বরে গৃহকর্মীদের কর্মসংস্থানের মেলারও আয়োজন করা হয়।

রানা প্লাজায় আন্তর্জাতিক সংস্থাকে উদ্ধারকাজ করতে দেয়নি আ.লীগ: আখতার হোসেন

সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়সহ ৪ ভাইয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঘুষের অভিযোগে দুদকের ফাঁদ অভিযান, ডিএসসিসির ওয়ার্ড সচিব গ্রেপ্তার

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা

রূপনগরে অবৈধভাবে নির্মিত ৮টি গেট গুঁড়িয়ে দিয়েছে ডিএনসিসি

শ্বশুরকে জামাতার ফোন: আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান

শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, জবি রেজিস্ট্রারকে পদত্যাগে আলটিমেটাম

ডিএমপির সাবেক উপকমিশনার তানভীর ইমন সাময়িক বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে গেল বসতঘরে, প্রাণ গেল ঘুমন্ত নারীর

ভবিষ্যৎ স্থপতিদের অনুপ্রাণিত করতে ‘কেএসআরএম অ্যাওয়ার্ড’