মাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামে এক চা-দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আজিজুল হাওলাদার একই উপজেলার ধামুসা গ্রামের মৃত আব্দুর রহিম উদ্দিন হাওলাদারের ছেলে। তিনি একই উপজেলার কাঁঠালতলা বাজারে চা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডাসার উপজেলার কাঁঠালতলা বাজারে দোকানদারি শেষে আজিজুল হাওলাদার শুক্রবার রাতে বাড়ির দিকে রওনা হন। কিন্তু তিনি বাড়ি যাননি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। আজ শনিবার সকালে ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে হাত-পা বাঁধা অবস্থায় স্থানীয়রা আজিজুলের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে জানতে চাইলে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক আজকের পত্রিকাকে বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।