হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে চা–দোকানির হাত–পা বাঁধা লাশ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি

আজিজুল হাওলাদার। ছবি: সংগৃহীত

মাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামে এক চা-দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আজিজুল হাওলাদার একই উপজেলার ধামুসা গ্রামের মৃত আব্দুর রহিম উদ্দিন হাওলাদারের ছেলে। তিনি একই উপজেলার কাঁঠালতলা বাজারে চা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডাসার উপজেলার কাঁঠালতলা বাজারে দোকানদারি শেষে আজিজুল হাওলাদার শুক্রবার রাতে বাড়ির দিকে রওনা হন। কিন্তু তিনি বাড়ি যাননি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। আজ শনিবার সকালে ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে হাত-পা বাঁধা অবস্থায় স্থানীয়রা আজিজুলের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

আজিজুল হাওলাদারের মৃত্যুতে স্বজনের আহাজারি। ছবি: সংগৃহীত

এ বিষয়ে জানতে চাইলে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক আজকের পত্রিকাকে বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি