হোম > সারা দেশ > ঢাকা

ডিএমপিতে ১০ এসি ও পরিদর্শকের বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার চারজন ও পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) পদমর্যাদার ছয়জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়। 

ডিএমপির কল্যাণ ও ফোর্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ইমরুলকে ট্রাফিক তেজগাঁও বিভাগের ট্রাফিক মোহাম্মদপুর জোন, ইন্টেলিজেন্স অ্যান্ড এ্যানালাইসিস বিভাগের সহকারী পুলিশ কমিশনার নাহিদ ফেরদৌসকে ট্রাফিক মতিঝিল বিভাগের ট্রাফিক সবুজবাগ জোন, ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সহকারী পুলিশ কমিশনার আবু তালেবকে ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগের প্রশাসন ও ডেভেলপমেন্ট বিভাগের সহকারী পুলিশ কমিশনার সৌম্য শেখর পালকে কল্যাণ ও ফোর্স বিভাগের ফোর্স হিসেবে বদলি করা হয়েছে। 

এছাড়া একইদিন পৃথক একটি অফিস আদেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) পদমর্যাদার ছয়জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। 

গুলশান পিআই-বাড্ডা শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মো. শহীদুল ইসলাম খানকে উত্তরা বিভাগের পিআই-দক্ষিণখানে, তেজগাঁও বিভাগের পিআই-মোহাম্মদপুর শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মো. দেলোয়ার হোসেনকে গুলশান বিভাগের পিআই, গুলশান বিভাগের পিআই-খিলক্ষেত শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মুহাম্মদ রফিকুল ইসলাম লিটনকে তেজগাঁও বিভাগের পিআই-মোহাম্মদপুরে বদলি করা হয়েছে।

এছাড়া রমনা বিভাগের পিআই-হাজারীবাগের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক টি. এম আব্দুর রহমানকে গুলশান বিভাগের পিআই-খিলক্ষেতে, লালবাগ বিভাগের পিআই-সূত্রাপুর শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম মতিঝিল বিভাগের পিআই-সবুজবাগে ও মিরপুর বিভাগের পিআই-পল্লবী শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মো. আফজাল হোসেনকে রমনা বিভাগের পিআই-হাজারীবাগে বদলি করা হয়েছে।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন