হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে ভাইয়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিল ছোট বোন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

পরীক্ষার টেবিলে সুরমা আক্তার। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে ভাইয়ের লাশ বাড়িতে রেখে দাখিল পরীক্ষা দিয়েছে ছোট বোন সুরমা আক্তার। আজ বৃহস্পতিবার উপজেলার ভাংনাহাটি রহমানিয়া কামিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশ নেয় সে। তাদের বাড়ি উপজেলার কাওরাইদ ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামে।

ওই গ্রামের মো. তাজ উদ্দিনের মেয়ে সুরমা আক্তার স্থানীয় গলদাপাড়া শেখ রিয়াজ উদ্দিন দাখিল মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে।

গলদাপাড়া শেখ রিয়াজ উদ্দিন দাখিল মাদ্রাসার সুপার মো. আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘সুরমা আক্তারের বড় ভাই আরিয়ান জান্নাত কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। আজ সকালে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে মাদ্রাসার দুজন শিক্ষক সুরমাদের বাড়িতে পাঠিয়ে তার স্বজনসহ পরীক্ষাকেন্দ্রে নিয়ে আসি। সে যেন ভেঙে না পড়ে, সে জন্য হলের দায়িত্বে থাকা শিক্ষকেরা তাকে সান্ত্বনা দিয়েছেন।’

স্থানীয় বাসিন্দা আফাজ উদ্দিন বলেন, ‘মৃত্যু তো আর বলে-কয়ে আসে না। ভাইয়ের মৃত্যু হলে তাঁর লাশ বাড়ির উঠানে রেখে পরীক্ষা দিতে যায় সুরমা। পরে স্থানীয় বাসিন্দারা তার বড় ভাইয়ের জানাজা শেষে লাশ দাফন করেন।’

ভাংনাহাটি রহমানিয়া কামিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রের সচিব মো. ফারুক আহমেদ মমতাজী বলেন, ভাইয়ের মরদেহ বাড়িতে রেখে এক ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছে। শিক্ষক ও স্বজনেরা পরীক্ষা শেষে তাকে বাড়িতে পৌঁছে দিয়েছেন।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য