আগামী নির্বাচন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। আজ সোমবার কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিপ্লোম্যাটিক করসপনডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
চার্লস হোয়াইটলি বলেন, আসছে নির্বাচন আমরা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করবে ইইউ। এটা কোনো ইভেন্ট নয়, এটি একটি প্রক্রিয়া যেখানে ভোটারের মতামত প্রতিফলিত হয়। নির্বাচন আন্তর্জাতিক সম্প্রদায় ফলো করবে। কারণ সকলের কাছেই বাংলাদেশ গুরুত্বপূর্ণ অংশীদার।
ইইউর রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ এখন অর্থনীতি এবং উন্নয়নের কেন্দ্র বিন্দু। যে কারণে এই দেশের উন্নয়ন, গণতন্ত্র, ভোটসহ সার্বিক বিষয়ে আন্তর্জাতিক বিশ্বের আগ্রহ আছে। আসন্ন নির্বাচন কেমন হচ্ছে এই বিষয়ে আন্তর্জাতিক বিশ্বের আগ্রহ আছে মানেই এই নয় যে তারা এই ভোটে হস্তক্ষেপ করতে চায়।
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে তিনি বলেন, সরকারের সঙ্গে আলোচনা চলছে। আশা করছি আমাদের উদ্বেগের স্থানগুলোকে গুরুত্ব দেওয়া হবে।
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন ইইউ রাষ্ট্রদূত। এ সময় তিনি স্থানীয় ধর্মীয় এবং রাজনৈতিক নেতাদের কাছে সংখ্যালঘুদের নিরাপদ রাখার বিষয়টি গুরুত্ব দিতে আহ্বান জানান।