হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে কাভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে স্কুলছাত্রী নিহত, আহত ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে মদনপুর আড়াইহাজার সড়কে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের আন্দিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক নওফেল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত স্কুলছাত্রীর নাম ইশরাত জাহান তানহা (১৭)। সে রূপগঞ্জের মুড়াপাড়া এলাকার ফারুক ভূঁইয়ার মেয়ে। শহিতুন্নেসা পাইলট স্কুলের ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আন্দিরপাড় এলাকায় একটি কাভার্ড ভ্যানের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তানহা নিহত হয়। আহত হয় আরও চারজন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের একটি টিম লাশ উদ্ধার করে। রেকার দিয়ে সরিয়ে নেওয়া হয় দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও কাভার্ড ভ্যান। ঘটনার পর আড়াইহাজার মদনপুর সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়।

শাহজাহান নামে এক যাত্রী অভিযোগ করে বলেন, এই সড়কে ভারী যানবাহন বেপরোয়া গতিতে চলাচল করে। তা ছাড়া সড়কের মদনপুর থেকে সোনারগাঁ পর্যন্ত রাস্তা খানাখন্দে ভরা। এসব কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক নওফেল আলম জানান, কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। নিহতের লাশ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে