সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণ সংক্রান্ত কমিটি গঠন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
আজ সোমবার মন্ত্রণালয়ের উপসচিব মো. মাসুদ খাঁন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, সম্প্রতি গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা করা হচ্ছে। হয়রানিমূলক এসব মামলা পর্যবেক্ষণের লক্ষে ৮ সদস্যের একটি কমিটি গঠন করা হলো। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) সভাপতি করা হয়েছে।
কমিটির অপর সদস্যরা হলেন- প্রধান তথ্য অফিসার, আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি (জেলা জজ পদমর্যাদার), চলচ্চিত্র ও প্রকাশন অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিবকে সদস্যসচিব করা হয়েছে।
এই কমিটি সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা পর্যবেক্ষণ, সময়ে সময়ে মামলার বিষয়ে কর্তৃপক্ষকে অবহিতকরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।