Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

দাবি মেনে নেওয়ায় সাভারের শিল্পাঞ্চল শান্ত, বন্ধ ১৮ কারখানা 

নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধি সাভার (ঢাকা) 

দাবি মেনে নেওয়ায় সাভারের শিল্পাঞ্চল শান্ত, বন্ধ ১৮ কারখানা 

তৈরি পোশাক খাতে অস্থিরতা নিরসনে শ্রমিকদের ১৮ দাবি মেনে নেওয়ায় ঢাকার সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠেছে। আজ বুধবার ১৯টি কারখানা ছাড়া বাকি সব কারখানায়ই খুলেছে। শ্রমিকেরা শান্তিপূর্ণ পরিবেশে কাজ করছেন। 

এদিকে শ্রম আইনের ১৩ (১) ধারায় আজও ১৪টি কারখানা বন্ধ রয়েছে। পাঁচটি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চারটি ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড)। আর্থিক সংকট এবং অভ্যন্তরীণ নানা কারণে এসব কারখানা বন্ধ রয়েছে বলে জানা গেছে। সমস্যার সমাধান করে খুব দ্রুত এসব কারখানা খুলে দেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। 

পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল মঙ্গলবার তৈরি পোশাক কারখানার মালিক, শ্রমিক ও সরকার পক্ষের বৈঠকের পর মালিকপক্ষ শ্রমিকদের ১৮টি দাবি মেনে নেয়। এর পরপরই শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরে আসে। আজ সকালে ১৪টি কারখানা ছাড়া বাকি সব কারখানা খুলে দেওয়া হয়। শ্রমিকেরা যথাসময়ে কর্মস্থলে উপস্থিত হয়ে কাজে যোগ দেন। এর মধ্যে অভ্যন্তরীণ নানা কারণে পাঁচটি কারখানা ছুটি ঘোষণা করে দেওয়া হয়। 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন শ্রমিক বলেন, ‘মালিকপক্ষ আমাদের দাবি মেনে নেওয়ায় আমরা খুশি। তবে শ্রমিক ছাঁটাই ও শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষের অশালীন আচরণ বন্ধ করার পাশাপাশি ছাঁটাই করা শ্রমিকদের কাজে পুনর্বহাল করতে হবে। শ্রমিকদের নামে মামলা দিয়ে হয়রানি করা যাবে না।’ 

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়নের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, ‘বর্তমান সরকার পোশাকশ্রমিকদের সমস্যা সমাধানে বেশ আন্তরিক। গতকাল মঙ্গলবার তৈরি পোশাক কারখানার মালিক, শ্রমিক ও সরকার পক্ষের যৌথ বৈঠকে শ্রমিকদের ১৮টি দাবি মেনে নেওয়ায় শ্রমিকেরা খুশি। আজ প্রায় সব কারখানার শ্রমিকেরাই কাজে যোগ দিয়েছেন। তবে অভ্যন্তরীণ কিছু কারণে কয়েকটি কারখানায় সমস্যা রয়ে গেছে।’ 

খায়রুল মামুন মিন্টু আরও বলেন, ‘নানা অজুহাতে অনেক কারখানার শ্রমিকদের ছাঁটাই করা হয়েছে। অনেক কারখানার একশ্রেণির কর্মকর্তাদের বিরুদ্ধে শ্রমিকদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ রয়েছে। অনেক কারখানায় ছাঁটাই হওয়া শ্রমিকেরা তাঁদের পুনর্বহালের দাবি জানিয়ে আসছেন। এসব নিয়ে গুটি কয়েক কারখানায় সমস্যা রয়ে গেছে, যা কারখানাগুলোর অভ্যন্তরীণ সমস্যা। মালিকেরা আন্তরিক হয়ে এসব সমস্যা দূর করলে শিল্পাঞ্চলে আর কোনো অসন্তোষ থাকবে না।’ 

শিল্প পুলিশ-১–এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, আজকের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ১৪টি কারখানা শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ রয়েছে। সেগুলোও খুলে দেওয়া হবে। এ ছাড়া পাঁচটি কারখানায় আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ থাকা কারখানাগুলোর মধ্যে বেশির ভাগই আর্থিক সংকটের কারণে বন্ধ রয়েছে।

ছাপা বইয়ের নানা বিকল্প

আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

অটোরিকশাচালক বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে ধোলাইখালে পেটে রড ঢুকে কিশোর নিহত

প্রতিবন্ধীদের স্কুল এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের অবস্থান

‘দেশের নিরাপত্তাব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিতেই বিডিআর হত্যাকাণ্ড’

উত্তরায় চীনা নাগরিক খুনের যৌথ তদন্ত করবে চীন ও বাংলাদেশ পুলিশ

যৌন হামলার আশঙ্কায় মেয়েরা বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছে: এমজেএফ

ধর্ষণ, নারী নিপীড়ন, অনিরাপত্তার প্রতিবাদে জাবিতে মশাল মিছিল

গাজীপুরে শিক্ষার্থী ধর্ষণ ও শিশু ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ২

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে রাজধানীর বনশ্রীতে মশাল মিছিল