হোম > সারা দেশ > ঢাকা

বশেমুরবিপ্রবির ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালক বরখাস্ত

গোপালগঞ্জ প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের উপরিচালক (পউও) ও প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত) তুহিন মাহমুদকে বরখাস্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে তাঁকে সাময়িক বরখাস্ত এবং একইসঙ্গে সব ধরনের দাপ্তরিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।

গতকাল বুধবার বশেমুরবিপ্রবির রেজিস্ট্রার মো. দলিলুর রহমান স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, গত বছর ডিসেম্বর মাসের ৯ তারিখে অনুষ্ঠিত ৩৭ তম রিজেন্ট বোর্ডের সবার সিদ্ধান্তে সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর খন্দকার নাসির উদ্দিনের সময়ে আসবাবপত্র, কম্পিউটারসহ ইলেকট্রনিক যন্ত্রপাতি ক্রয়ের বিল ভাউচার ও প্রস্তাবিত কাগজপত্র যাচাইয়ের জন্য একটি কমিটি করা হয়। কমিটির লোকজন সংশ্লিষ্ট কাগজপত্র যাচাইয়ে জন্য খুলনা শিপইয়ার্ডে যায়। তাঁদেরকে সহযোগিতা করতে তুহিন মাহমুদকে সেখানে উপস্থিত থাকার জন্য ট্রেজারার নির্দেশ দেন। কিন্তু তিনি সেখানে উপস্থিত হননি।

এতে ওই কমিটির সদস্যদের তদন্ত সংশ্লিষ্ট কাগজপত্রের যথার্থতা যাচাইয়ে চরম অবহেলা ও অসহযোগিতা করেছেন বলে ওই তদন্ত কমিটির সদস্য মো. ফরিদুল আলম অভিযোগ করেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সৈয়দ সামসুল আলম অভিযোগ করেন যে, তুহিন মাহমুদ উপাচার্যের অনুমোদন ছাড়াই বৈজ্ঞানিক যন্ত্রপাতি ক্রয়ের জন্য টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।

এছাড়া কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ক্রয় কার্যাদেশ সংক্রান্ত অফিস আদেশসহ বিভিন্ন ধরনের পত্র জারি করেছেন, যা সরকারি কর্মচারী আইন পরিপন্থি বলে রিজেন্ট বোর্ডের সব সদস্য একমত হয়েছেন।

এ পরিপ্রেক্ষিতে অভিযোগ পর্যালোচনা ও রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আজ বৃহস্পতিবার থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো এবং একইসঙ্গে সব প্রকার দপ্তরের কার্যক্রম থেকে তাঁকে বিরত থাকার জন্য বলা হলো।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন