হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে কিশোর গ্যাংয়ের ২ গ্রুপের সংঘর্ষ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে কিশোর গ্যাংয়ের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে হাসান (১৭) ও ইয়াসিন (১৬) নামে দুই কিশোর আহত হয়েছে। এর মধ্যে হাসান ছুরিকাঘাতে আহত হয়।   

গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চর মিরেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। মারামারিতে আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করে। 

এ ঘটনায় স্থানীয়রা সিয়াম (১৫) ও ওমর ফারুক (১৮) নামে গ্যাংয়ের দুই কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আটক সিয়াম (১৫) ও ওমর ফারুক (১৮) স্থানীয় কিশোর গ্যাং লাদেন গ্রুপের সদস্য। এই লাদেন গ্রুপের সদস্যরা ছিনতাই ও মাদকের সঙ্গে জড়িত। 

গতকাল রাতে তুচ্ছ ঘটনায় সিয়াম ও ওমর ফারুকসহ লাদেন গ্রুপের বেশ কয়েকজন সদস্য মিলে হাসানকে ছুরিকাঘাত করে এবং ইয়াসিনকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এ সময় তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে সিয়াম ও ওমর ফারুককে আটক করে এবং আহতদের দ্রুত হাসপাতালে প্রেরণ করে। 

ইকুরিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আবুল কালাম আজাদ জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গেলে স্থানীয়রা ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই কিশোরকে পুলিশে সোপর্দ করে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি