রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ট্রাকের ধাক্কায় মনিরুল সেখ (৩৩) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ বুধবার সকালে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চর ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। মনিরুল বহরপুর ইউনিয়নের মধ্যেপাড়া গ্রামের জিন্দা আলী সেখের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে বহরপুর থেকে বালিয়াকান্দি যাওয়ার পথে পেছন থেকে একটি ট্রাক ভ্যানকে ধাক্কা দেয়। এতে মনিরুল গুরুতর আহত হন। স্থানীয়রা মনিরুলকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে পাঠান। ফরিদপুর নেওয়ার পথে মনিরুলের মৃত্যু হয়।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদৃজ্জামান বলেন, ট্রাকের ধাক্কায় এক ভ্যান চালক নিহত হয়েছেন। ট্রাকটিকে জব্দ করা হয়েছে।