হোম > সারা দেশ > গাজীপুর

চলছে হেদায়েতি বয়ান, আখেরি মোনাজাত ৯টায়

 টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

চলছে হেদায়েতি বয়ান, আখেরি মোনাজাত ৯টায়। ছবি: আজকের পত্রিকা

টঙ্গীর বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত আজ। হেদায়েতি বয়ান শেষে সকাল ৯টার দিকে আখেরি মোনাজাত হওয়ার কথা রয়েছে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের।

প্রথম পর্বের শুরায়ে নিজামের ইজতেমা আয়োজক কমিটির সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বাদ ফজর ভারতের মাওলানা আব্দুর রহমান হেদায়েতি বয়ান করছেন। যাঁরা ইজতেমা থেকে চিল্লা, তিন চিল্লার জন্য জামাতে বের হবেন, তাঁরা জামাতে গিয়ে কী আমল করবেন এবং মহল্লায় যাঁরা এখান থেকে ফিরে যাচ্ছেন, তাঁরা নিজ এলাকায় গিয়ে কী আমল করবেন তার দিক নির্দেশনামূলক বয়ান করা হচ্ছে। মাওলানা আব্দুল মতিন তাৎক্ষণিকভাবে তা বাংলায় অনুবাদ করছেন।

ইজতেমা আয়োজক কমিটির সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান আরও বলেন, এই বয়ানের পরই ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা হেদায়েতি বয়ান করবেন। তাঁর বয়ান বাংলায় অনুবাদ করবেন মাওলানা জুবায়ের।

৫৮তম বিশ্ব ইজতেমা তিন ধাপে অনুষ্ঠিত হচ্ছে। আজ আখেরি মোনাজাত শেষে আগামীকাল সোমবার দ্বিতীয় ধাপ শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় আখেরি মোনাজাত।

চলছে হেদায়েতি বয়ান, আখেরি মোনাজাত ৯টায়। ছবি: আজকের পত্রিকা

আট দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন ভারতের মাওলানা সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমার এবারের আসর। ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব প্রশাসনের কাছে ময়দান বুঝিয়ে দেওয়া হবে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য