Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর: ২৫ জনের নামে বন বিভাগের মামলা

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি

শ্রীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর: ২৫ জনের নামে বন বিভাগের মামলা
শ্রীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে বনভূমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষে ফেরার পথে যৌথবাহিনীর ওপর দখলদারদের হামলা-ভাঙচুরের ঘটনায় ২৫ ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে স্থানীয় বন বিভাগ। গত বৃহস্পতিবার মামলাটি করেছেন রাজেন্দ্রপুর রেঞ্জের রাজেন্দ্রপুর পূর্ব বিট কর্মকর্তা এ বি এম ফেরদৌস।

মামলার আসামিরা হলেন, উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের কাফিলাতলি গ্রামের সিরাজুল ইসলাম (৪৭), মাসুদ (২৭), নুরুন্নবী (২৬), সোহেল রানা (২৫), জুয়েল (২৮), আল আমিন (৩৪), আসাদ উল্লাহ (৪২), মর্জিনা (৪৩), শারমিন (২০), সালাউদ্দিন (২৮), আতাউর রহমান (৪৬), বাদল (৪৫), মো. হাকিম (২৪), আবুল হোসেন (৩৭), আহাদ (৪৬), সালেহা (৪৮), শান্তা (২৩), সাইফুল ইসলাম (৩১), নজরুল ইসলাম (৪৯), মো. শান্ত (২২), মিজান (৪০), সুমন (২৮), হনুফা (২৪) ও মিটালু গ্রামের আলম মিয়া (৩৮), নলজানী গ্রামের আতাবুর রহমানসহ (৪২) অজ্ঞাতপরিচয় ৪০ জন।

থানায় করা এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি উপজেলার বিভিন্ন স্থানে বন বিভাগের জমিতে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথবাহিনীর অভিযানে উচ্ছেদের নীতিগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরই অংশ হিসেবে গত ২৬ নভেম্বর দিনভর রাজেন্দ্রপুর পূর্ব ফরেস্ট বিটের কাফিলাতলী এলাকায় বনভূমি উদ্ধারে অভিযান চালায় যৌথবাহিনী।

শ্রীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ। ছবি: সংগৃহীত
শ্রীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ। ছবি: সংগৃহীত

অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, আনসার, বন প্রহরীসহ তিন শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অংশ নেয়। অভিযানে ১২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উদ্ধার হয় প্রায় ৫৫ কোটি টাকা মূলের সাড়ে ৭ একর বনভূমি। অভিযান শেষে বেলা সাড়ে ৩টার দিকে ফেরার পথে ইজ্জতপুর বাজারের রেলগেটে সিরাজুল ইসলাম ও তাঁর ছেলে মাসুদের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অভিযানে অংশগ্রহণকারীদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা ইউএনও এবং এসিল্যান্ডের দুটি গাড়ি, দুটি এক্সকাভেটর ভাঙচুর করে। হামলায় আহত হন এসিল্যান্ড আতাহার শাকিলসহ অন্তত ১০ জন।

রাজেন্দ্রপুরে রেঞ্জ কর্মকর্তা মো. জুয়েল রানা বলেন, বন আইনের ৬৬ ধারা মোতাবেক ওই এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। জবরদখলকারীরা সংঘবদ্ধ হয়ে অভিযান শেষে ফেরার পথে হামলা চালায়। হামলাকারীদের বিরুদ্ধে বন আইনে এবং ফৌজধারী আইনে পৃথক দুটি মামলা হয়েছে।

শ্রীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ। ছবি: সংগৃহীত

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ইউএনও এবং এসিল্যান্ডের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিষিদ্ধ হিযবুত তাহরীরের মিছিল থেকে আটক অন্তত ১৫

পুলিশের বাধা উপেক্ষা করে নিষিদ্ধ হিযবুত তাহরীরের প্রকাশ্যে মিছিল

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

নারায়ণগঞ্জে ট্রাকের ধাক্কায় ২ তরুণ নিহত

নিষিদ্ধ হিযবুত তাহরীরের কর্মসূচি ঠেকাতে বায়তুল মোকাররমে কঠোর নিরাপত্তা

বিক্ষোভের ডাক নিষিদ্ধ হিযবুত তাহরীরের, তাদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ বলল পুলিশ সদর দপ্তর

সিদ্ধিরগঞ্জে লেকের পানিতে ভাসছিল যুবকের মরদেহ

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের তিন সদস্য গ্রেপ্তার

দাগি অপরাধী গ্রেপ্তার নেই, উদ্ধার বেশি রড-লাঠি

বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু টাকার লোভে আন্দোলনে হত্যার মামলা বাবার