নিখোঁজ ছাত্রদল নেতা আতিকুর রহমানের (রাসেল) সন্ধান চেয়ে হাইকোর্টে হেবিয়াস কর্পাস (সশরীরে হাজির করা) রিট দায়ের করা হয়েছে।
আজ বুধবার আতিকুরের বাবা আবুল হোসাইন সরদার এই রিট দায়ের করেন। রিটে স্বরাষ্ট্রসচিব, পুলিশ মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক, ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্ট আটজনকে বিবাদী করা হয়েছে।
রিটকারীর আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে আতিকুর রহমানের (রাসেল) পিতা গত ২ জুলাই লালবাগ থানায় সাধারণ ডায়েরিও করেন।
৯ জুলাই ছাত্রদল নেতা আতিকের নিখোঁজ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এসব প্রতিবেদন আবেদনে যুক্ত করা হয় বলে জানান কায়সার কামাল।