Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ডিমের দামে কারসাজি: দুই কোম্পানিকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিমের দামে কারসাজি: দুই কোম্পানিকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা

ডিমের দাম অস্বাভাবিক বাড়ানোর অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ৩ কোটি ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (বিসিসি)। গতকাল বুধবার মামলা দুটির রায় প্রকাশ করা হয়। গত সোমবার এ বিষয়ে চূড়ান্ত আদেশ দেয় প্রতিযোগিতা কমিশন।

প্রতিযোগিতা কমিশন বলেছে, পারস্পরিক যোগসাজশে অস্বাভাবিকভাবে ডিমের দাম বাড়ানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় ডায়মন্ড এগ লিমিটেডকে ২ কোটি ৫০ লাখ টাকা এবং সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেডকে ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে। বাজারে কারসাজির মাধ্যমে ডিমের দাম অস্বাভাবিক বাড়ানোর অভিযোগে ২০২২ সালে ১০টি পোলট্রি ফার্ম ও পোলট্রি-সংশ্লিষ্ট সংগঠনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে করা পৃথক দুই মামলার নিষ্পত্তি করে এই জরিমানা করেছে প্রতিযোগিতা কমিশন।

জানতে চাইলে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন প্রদীপ রঞ্জন চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, কারসাজির মাধ্যমে ডিম বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় দুটি প্রতিষ্ঠানকে ৩ কোটি ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার এ রায় দেওয়া হয়েছে। গতকাল বুধবার এ রায় প্রকাশ হয়েছে। ধাপে ধাপে অন্য মামলাগুলোর রায়ও প্রকাশ করা হবে। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে তা আদায়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে গত বছরের অক্টোবরে ব্রয়লার মুরগির দাম অস্বাভাবিকভাবে বাড়ানোর অভিযোগে করা মামলায় কাজী ফার্মস ও সাগুনা ফুডস নামক দুটি প্রতিষ্ঠানকে প্রায় সাড়ে ৮ কোটি টাকা জরিমানা করেছিল প্রতিযোগিতা কমিশন।

কমিশন জানায়, ২০২২ সালের আগস্টে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিবেদন এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে কমিশনের নবম সভায় অনুসন্ধানের সিদ্ধান্ত হয়। অনুসন্ধানে সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেডসহ ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাজারে ডিমের বিক্রয়মূল্য অস্বাভাবিকভাবে নির্ধারণ এবং সরবরাহ সীমিত বা নিয়ন্ত্রণ করার অভিযোগের সত্যতা পাওয়া যায়।

ছাপা বইয়ের নানা বিকল্প

আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

অটোরিকশাচালক বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে ধোলাইখালে পেটে রড ঢুকে কিশোর নিহত

প্রতিবন্ধীদের স্কুল এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের অবস্থান

‘দেশের নিরাপত্তাব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিতেই বিডিআর হত্যাকাণ্ড’

উত্তরায় চীনা নাগরিক খুনের যৌথ তদন্ত করবে চীন ও বাংলাদেশ পুলিশ

যৌন হামলার আশঙ্কায় মেয়েরা বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছে: এমজেএফ

ধর্ষণ, নারী নিপীড়ন, অনিরাপত্তার প্রতিবাদে জাবিতে মশাল মিছিল

গাজীপুরে শিক্ষার্থী ধর্ষণ ও শিশু ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ২

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে রাজধানীর বনশ্রীতে মশাল মিছিল