নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর নীলক্ষেত এলাকায় গাউসুল আজম মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর পলাশী ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করে আগুন নিভিয়ে ফেলে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য জানান।
আল ফারুক বলেন, গাউসুল আজম মার্কেটে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের দুই ইউনিট কাজ করেছে। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি নিয়ে কিছু জানা যায়নি।