হোম > সারা দেশ > ঢাকা

আজ দুপুর পর্যন্ত হাতিরঝিলে যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর হাতিরঝিলে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২২ অনুষ্ঠিত হবে। এ ম্যারাথন উপলক্ষে আজ সোমবার ভোর ৪টা থেকে দুপুর আনুমানিক ১টা পর্যন্ত হাতিরঝিলে যানবাহন চলাচল বন্ধ থাকবে। প্রতিযোগীদের নিরাপত্তা এবং সাধারণ মানুষের সুবিধার্থে আজ দুপুর ১টা পর্যন্ত বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন উপলক্ষে আজ হাতিরঝিল এলাকায় যানবাহন চালকদের ডাইভারশন মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি। রেইনবো ক্রসিং থেকে যে সমস্ত যানবাহন হাতিরঝিল হয়ে গুলশান, বনশ্রী, রামপুরা এবং বাড্ডায় যেতে ইচ্ছুক তারা মগবাজার, মৌচাক হয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। 

রামপুরা ইউলুপ এবং ইসলাম টাওয়ার দিয়ে যারা হাতিরঝিলের মধ্য দিয়ে যেতে ইচ্ছুক তারা গুলশান বাড্ডা লিংক রোড দিয়ে এবং পুলিশ প্লাজা হয়ে যে সমস্ত গাড়ি হাতিরঝিলের দিয়ে বিভিন্ন দিকে যেতে ইচ্ছুক তারা পুলিশ প্লাজা এবং শুটিং ক্লাবের মাঝের রাস্তা দিয়ে বাড্ডা লিংক রোড হয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছে ডিএমপি। 

এ ছাড়া ভোরে ম্যারাথন দলটি আর্মি স্টেডিয়াম থেকে কাকলি হয়ে গুলশান-২ এবং গুলশান-১ অতিক্রম করে হাতিরঝিলে প্রবেশ করবে। দলটি যতক্ষণ যে সড়ক দিয়ে যাবে, ততক্ষণ সে সড়কটিতে যানবাহন চলাচল সাময়িক বন্ধ থাকবে। তবে ম্যারাথন দল সড়কগুলো অতিক্রম করার সঙ্গে সঙ্গে খুলে দেওয়া হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২২ চলাকালে যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭