কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে ফুটবল খেলতে গিয়ে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে হরিদেবপুর গ্রামের এক মাঠে খেলার সময় সে অসুস্থ হয়ে পড়ে।
মৃত শিক্ষার্থীর নাম মো. রায়হান (১৬)। সে হরিদেবপুর গ্রামের সৌদি আরব প্রবাসী আল-আমিনের ছেলে ও নোয়াপাড়া ময়েজউদ্দিন উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
রায়হানের স্বজনেরা জানান, স্কুল বন্ধ থাকায় বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের মাঠে ফুটবল খেলতে যায়। এ সময় সে অসুস্থ হয়ে পড়লে তার সহপাঠীরা মাথায় পানি ঢালে। রায়হানের অবস্থার অবনতি হলে বাড়িতে খবর দেয় তার বন্ধুরা। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
জাঙ্গালীয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজি সারওয়ার হোসেন, পরিবারের সদস্যদের থেকে শুনেছি তীব্র গরমে অসুস্থ হয়ে স্কুলছাত্র রায়হানের মৃত্যু হয়েছে। আজ বিকেলে তার জানাজা শেষে দাফন করা হয়েছে।