Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ভারত থেকে আসা পানি হু হু করে ঢুকছে কিশোরগঞ্জের হাওরে

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ভারত থেকে আসা পানি হু হু করে ঢুকছে কিশোরগঞ্জের হাওরে

হবিগঞ্জের খোয়াই নদ দিয়ে ভারতের ত্রিপুরা থেকে আসা পানি হু হু করে ঢুকছে কিশোরগঞ্জের হাওরে। দুই দিন ধরে বাড়ছে হাওরের পানি। জেগে ওঠা ডুবো সড়ক ও ফসলি জমি নতুন করে প্লাবিত হচ্ছে। ফলে দুশ্চিন্তায় দিন কাটছে হাওর পারের মানুষের। এদিকে পানিবন্দী হওয়ার আশঙ্কার তৈরি হয়েছে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলার বাসিন্দাদের। 

স্থানীয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জের প্রধান নদ খোয়াইয়ের উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা রাজ্যে। গত কদিন ভারতে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় নদীতে পানি বৃদ্ধি পায়। খোয়াই নদীর হবিগঞ্জের মাছুলিয়া পয়েন্টে বিপৎসীমার ১৯৫ সেন্টিমিটার ও ভারত-বাংলাদেশ সীমান্তের বাল্লা পয়েন্টে ২৩১ দশমিক ৭ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। 

এতে দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় জনপদ কিশোরগঞ্জের অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন হাওরাঞ্চলে দ্রুত বাড়ছে পানি। তবে এখনো বিপৎসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হওয়া কিশোরগঞ্জ হাওরাঞ্চলে বন্যার আশঙ্কা নেই বলে জানায় জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। 

অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের বাসিন্দা নাহিদ জামান বলেন, ‘দুই-তিন দিন ধইরা এলাকায় পানি বাড়তাছে। আমরা রুয়াইচ্ছা (রোপা আমন) লাগানোর জইন্য জালা (বীজ) ফালাইছি। এখন পানি বাড়ায় আমরা বিপদে আছি।’ 

মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়ন আবদুল জব্বার বলেন, ‘পানি বাড়ছে এতে এখনো আমরা ক্ষতিগ্রস্ত না। তবে অনেক বেশি বাড়লে আমাদের ক্ষতি হবে।’ 

জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ বলেন, ভারত থেকে আসা উজানের পানিতে হবিগঞ্জের বিভিন্ন এলাকা দ্রুত প্লাবিত হয়েছে। তবে দুই–এক দিনের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। 

কিশোরগঞ্জ পাউবো নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমান বলেন, হবিগঞ্জসহ উজানের পানি কমতে শুরু করেছে। তাই কিশোরগঞ্জ হাওরাঞ্চলে আগামী দুই–এক দিন পানি বাড়বে। তবে হাওরে বন্যা হওয়ার কোনো পূর্বাভাস ইতিমধ্যে নেই।

মোহাম্মদপুরে পুলিশের সঙ্গে হাতাহাতি, মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ

মুন্সিগঞ্জে কার্টনে লাশের মাথা, কেরানীগঞ্জে খণ্ডিত অংশ উদ্ধার

আন্দোলনে গুলিবিদ্ধ শিশু বাসিতকে দেখতে সিএমএইচে বিএনএফডব্লিউএর প্রেসিডেন্ট

বাড়ির সামনে ফাঁকা গুলি, জড়িতদের খুঁজছে পুলিশ

মুন্সিগঞ্জে পরিত্যক্ত কার্টনে পুরুষের মাথা ও খণ্ডিত মরদেহ

রাজবাড়ী‌তে জেলা ছাত্রদল নেতার অফি‌সে হামলা, স্বেচ্ছাসেবক দল নেতার গাড়িতে অগ্নিসংযোগ

‘নারীর জীবনে চলার ক্ষেত্রে সংকট তৈরি হয়েছে’

সড়কের পাশে পড়ে ছিল কার্টন, খুলে দেখা গেল নারীর লাশ

খেলাফত আন্দোলনের আমির আতাউল্লাহ হাফেজ্জীর ইন্তেকাল

খেয়ার ঘাট ‘নিজ বাড়িতে’ নির্মাণ, ইউপি সদস্যের পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ