হোম > সারা দেশ > ঢাকা

সাভারে একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন নারী

নিজস্ব প্রতিবেদক, সাভার

সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া চার নবজাতক। ছবি: আজকের পত্রিকা

ঢাকার সাভারে একসঙ্গে চার মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন ফারজানা আক্তার নামের এক নারী। গতকাল শনিবার ভোরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে। নবজাতকেরা সুস্থ রয়েছে।

ফারজানা আক্তারের স্বামী মজনু মিয়া বাহরাইন প্রবাসী। তিনি প্রবাসে রয়েছেন। তাঁদের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার মাধুশাইল গ্রামে।

ফারজানা আক্তার বলেন, ‘আমার ১১ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। তখন স্বাভাবিক প্রসব হয়েছিল। এবার আল্ট্রাসনোগ্রাম করে আগেই জানতে পারি আমি একসঙ্গে তিন সন্তানের মা হচ্ছি। তাই প্রসব ব্যথা উঠলে এক আত্মীয়ের পরামর্শে সাভারে এসে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হই। পরে জানতে পারি আমি একসঙ্গে চার মেয়ে সন্তানের মা হয়েছি।’

ফারজানা আক্তার আরও বলেন, ‘একসঙ্গে চার মেয়ে সন্তানের মা হতে পেরে আমি খুব খুশি। ওদের বাবা দেশের বাইরে আছেন। তাঁকে ফোনে জানিয়েছি। তিনিও খুশি।’

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (এনআইসিইউ) চিকিৎসক সৈয়দা মারিয়া বলেন, ‘৩৩ সপ্তাহে অস্ত্রোপচারের মাধ্যমে আজ শনিবার ভোরে ফারজানার চার সন্তানের জন্ম হয়। তাদের ওজন যথাক্রমে ১ কেজি ৩১০ গ্রাম, ১ কেজি ৬৫০ গ্রাম, ১ কেজি ৩৯০ গ্রাম ও ১ কেজি ৪১০ গ্রাম।’

সৈয়দা মারিয়া আরও বলেন, ‘ফারজানার চার সন্তান সুস্থ রয়েছে। তাদের শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক আছে। খাবার খাচ্ছে।’

নগরকান্দায় ঢাল-সরকি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ওসিসহ আহত ২০

শীর্ষ সন্ত্রাসী ইমন এলিফ্যান্ট রোডের হামলায় জড়িত নন, মায়ের দাবি

রাজধানীর হাজারীবাগে ইডেন কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কবি নজরুলের নাতি বাবুল কাজী অগ্নিদগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

ছবিতে হারানো দিনের ঢাকা

বিয়ে করলেন সোহেল তাজ

জাবিতে ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে গিয়ে আটক হলেন ছাত্রদল নেতাও

মাটিতে মিশে যাচ্ছে ১১ গাড়ি, যন্ত্রাংশ চুরি

জাবি ছাত্রদলের সদস্যসচিবের ওপর হামলা চেষ্টা, ক্যাম্পাসে উত্তেজনা

এনসিটিবির সামনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা

সেকশন