হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে বিদ্যুতায়িত হয়ে ২ জনের প্রাণহানি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানীতে তীব্র ঝোড়ো হাওয়া বইছে। সঙ্গে একটানা বৃষ্টি চলছে। এর মধ্যে বিদ্যুতায়িত হয়ে পৃথক স্থানে দুই জনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন, মরিয়ম বেগম (৪৫) ও রাকিব (২৫)। 

তাঁদের গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে দায়িত্বরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।   

সোমবার (২৭ মে) রাতে রাজধানীর খিলগাঁও ও রামপুর থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত জানাতে পারেনি পুলিশ। 

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া রাত সাড়ে ১২টায় সেলফোনে জানান, বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া দুই জনের মরদেহ মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে। 

খিলগাঁও থানার ডিউটি অফিসার বলেন, রাত সাড়ে ৮টার দিকে মেরাদিয়া জামতলা এলাকায় বাসা থেকে বের হয়ে রাস্তায় এলে মরিয়ম নামের এক নারী বিদুৎস্পৃষ্টে মারা যান। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। 

এদিকে রামপুরা থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক (এসআই) ওয়ালিউল্লাহ বলেন, রাকিব নামের এক যুবক বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন বলে জানতে পেরেছি।  রাত ১১টার দিকে তালতলা এলাকায় এ ঘটনা ঘটেছে। তাঁর লাশ ঢাকা মেডিকেলে রয়েছে। খবর পেয়ে থানা থেকে একটি টিম মেডিকেলের উদ্দেশে রওনা হয়েছে। 

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য