Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতা গ্রেপ্তার

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি  

থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতা গ্রেপ্তার
তরিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের শ্রীনগর থানা থেকে ছিনিয়ে নেওয়া যুবদল নেতা তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার পশ্চিম দেওভোগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

তরিকুল ইসলাম (৪০) শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি দেওভোগ গ্রামের আবদুল মান্না ব্যাপারীর ছেলে।

গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন শ্রীনগর থানার পরিদর্শক তদন্ত আজাদ রহমান। তিনি বলেন, গত শুক্রবার আসামি তরিকুলকে থানা থেকে ছিনিয়ে নেওয়ার পরে তরিকুলসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত ছিল। গতকাল রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় তরিকুল নিজের বাড়িতে অবস্থান করছেন। সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তরিকুল বর্তমানে শ্রীনগর থানা হাজতে রয়েছেন।

একটি মারামারির ঘটনায় গত ১৯ নভেম্বর শ্রীনগর থানায় দায়ের করা মামলায় তরিকুল ইসলামকে আসামি করা হয়। মামলায় গত শুক্রবার সন্ধ্যায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ওই দিন রাতে বিএনপি ও সহযোগী সংগঠনের উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রায় ২০০ নেতা-কর্মী থানা প্রাঙ্গণে জড়ো হন। সেখানে তাঁরা বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে রাত ১০টার দিকে ‘জিয়ার সৈনিক এক হও, লড়াই করো’সহ বিভিন্ন স্লোগান দিয়ে জোর করে আসামি তরিকুলকে ছিনিয়ে নিয়ে যান তাঁরা।

তরিকুলকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পেশিশক্তি দেখিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা দেওয়ার অভিযোগে গতকাল শনিবার সন্ধ্যায় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে তরিকুল ইসলামের প্রাথমিক সদস্যপদ বাতিলসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন:

থানা থেকে যুবদল নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশের মামলা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বৈষম্যবিরোধীদের সড়ক অবরোধ

জাবি ছাত্রদলের কমিটি বিলুপ্তের দাবিতে একাংশের নেতা-কর্মীদের বিক্ষোভ

অস্ত্রের সঙ্গে গুলির অমিল, থমকে গেল প্রশিক্ষণ

গ্যাসের সংকট চরমে, শিল্প উৎপাদন বন্ধের উপক্রম

পারভেজ হত্যাকাণ্ডে আলোচিত সেই দুই ছাত্রীকে আটক করতে জুরাইনে অভিযান

এবার যেকোনো মূল্যে ধান–চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করবে সরকার : খাদ্যসচিব

অটোরিকশায় না চড়া ও ফুটপাত থেকে কেনাকাটা না করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

পারভেজ হত্যা: আদালতে দুই আসামির দায় স্বীকার

প্রবাসীর স্ত্রীর ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

মডেল মেঘনা আলমের জামিন নামঞ্জুর

মিরপুরে পথচারী পারাপারে সিগন্যাল লাইট চালু