হোম > সারা দেশ > ঢাকা

সাকিব-মুশফিকও এশিয়া কাপে ওপেন করতে পারে, বলছেন সুজন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের এশিয়া কাপের দলে ওপেনার মূলত দুজন, পারভেজ হোসেন ইমন ও এনামুল হক বিজয়। ইমন কদিন আগে জিম্বাবুয়ে সফরের শেষ টি-টোয়েন্টি ম্যাচটা খেলেন। অভিজ্ঞতা বলতে এই এক ম্যাচ। বিজয় লম্বা সময় পর দলে ফিরেছেন। কিন্তু টি-টোয়েন্টিতে ব্যাট হাসেনি তাঁর।

বিকল্প ওপেনার না রাখা নিয়ে কথা হচ্ছে বিস্তর। তবে এটাকে সমস্যা হিসেবে দেখছেন না বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। বিকল্প ওপেনার হিসেবে মুশফিকুর রহিম, সাকিব আল হাসানসহ আরও বেশ কয়েকজন টিম ম্যানেজমেন্টের বিবেচনায় আছেন। আজ মিরপুরে সুজন বলেন, ‘স্বীকৃত ওপেনার বিজয় ও ইমন। তবে অন্য অনেকেই আছে যারা ঘরোয়া ক্রিকেটে ওপেনিং করেছে। মুশফিক হতে পারে, সাকিবও হতে পারে। মিরাজও হতে পারে, শেখ মেহেদীও ওপেনার হতে পারে। অনেক গুলো বিকল্প আছে আমাদের হাতে।’

নিয়মিত ওপেনার লিটন দাস চোটে পড়ে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন। ওপেনিংয়ে থিতু হতে পারেননি মুনিম শাহরিয়ারও। বাধ্য হয়ে তাই বিকল্প চিন্তা করতে হচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে। এ নিয়ে সুজন বলেন, ‘আমাদের ওপেনাররা তো কেউ ভালো করছে না। এটাও মাথায় রাখতে হবে। কিছু ক্ষেত্রে আমাদের অদল-বদল করতে হবে। আমরা বিভিন্ন উইকেটে হয়তো পরিবর্তন করব, কোনো কোনো জায়গায়, চিন্তা করব। সেটা কে হবে, কে করবে এখনই আমি বলতে চাচ্ছি না।’

সাকিবের দলে ফেরাটাকে দলের জন্য দারুণ ব্যাপার হিসেবে দেখছেন সুজন। তিনি বলেন, ‘আমরা ভালো করছি না বলেই চেষ্টা করছি যে কীভাবে ভালো করা যায়। সাকিব ফিরেছে–এটা খুবই ইতিবাচক দিক। সবাই একবাক্যে স্বীকার করব যে, এই সংস্করণে সাকিব সবচেয়ে অভিজ্ঞ। এই সংস্করণে সে বিশ্বব্যাপী অনেক ক্রিকেট খেলে।’

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী